শিলচরের চানমারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৫টি পরিবার

Telegram

শিলচরের চানমারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৫টি পরিবার

 

গতকাল রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্য ছড়ায় শিলচরের চানমারি এলাকায়, যেখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক বাড়ি। বাবলু রাজভরের বসতবাড়ি সহ পার্শ্ববর্তী আরও চারটি পরিবার এই বিধ্বংসী আগুনে নিঃস্ব হয়ে গেছেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, আর কিছু বুঝে ওঠার আগেই আগুন গ্রাস করে নেয় গোটা এলাকা।

 

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুন লাগার পর প্রচণ্ড গরম ও ধোঁয়ার কারণে ঘর থেকে বেরিয়ে আসতেও হিমশিম খেতে হয় অনেককে। যদিও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে অনেক কিছুই শেষ হয়ে গেছে।

 

ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে আসেন স্থানীয় বিধায়ক দীপান চক্রবর্তী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে তাঁদের পাশে দাঁড়ান তিনি এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, “এই দুঃসময়ে আমি এবং আমার প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছি। যথাসম্ভব দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

 

এদিকে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত সাহায্য এবং আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

বর্তমানে ঘটনাস্থলে ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়হীন অবস্থায় রয়েছেন এবং সাহায্যের জন্য সমাজের সহানুভূতির হাত বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

 

  • Related Posts

    • Current
    • September 18, 2025
    • 4 views
    • 1 minute Read
    ২৬ নং দৰঙাজুলী পৰিষদীয় সমষ্টিত বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 

    Telegram

    TelegramTweet২৬ নং দৰঙাজুলী পৰিষদীয় সমষ্টিত বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই  আমি কোকৰাঝাৰত দিয়া টকা কত গৈছে বিটিআৰ ৰাইজে নাজানে। বিটিৰাত এন্দুৰ, নেগুনি থকাৰ বাবে বিটিআৰত উন্নয়ন…

    • Current
    • September 17, 2025
    • 13 views
    • 1 minute Read
    তামুলপুৰত ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতাৰ অধীনত ১৬৩ ধাৰা জাৰি

    Telegram

    TelegramTweetতামুলপুৰত ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতাৰ অধীনত ১৬৩ ধাৰা জাৰি   তামুলপুৰ, ১৭ ছেপ্টেম্বৰঃ   বিটিচি নিৰ্বাচন, ২০২৫ শৃংখলাৱদ্ধভাৱে সম্পন্ন হোৱাৰ বাবে তামুলপুৰ জিলাৰ জিলা দণ্ডাধীশ পংকজ চক্ৰৱৰ্তীয়ে ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *