বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও তিন বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু

Telegram

বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও তিন বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু

 

শিলকুড়ি, ৬ জুন ২০২৫ : বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে গতকাল শিলকুড়ি ধরমখাল এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় বাবা ও তার চার বছরের শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, শিলকুড়ি ধরমখাল এলাকার পবন মালার বাড়িতে বিগত দুই বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয় কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবন কুমার মালা ও তার চার বছরের শিশু ভিকি মালার মর্মান্তক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল সকালে বাসার সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনা হয়। এ সময় বাসায় থাকা পবন কুমার মালা (৩৮) আর তার তিন বছরের ছেলে ভিকির মৃত্যু হয়।

 

প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন, “আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম। তারা কেবল আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কাজ করেনি। এই দুর্ঘটনা তাদের অবহেলারই ফল।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিদ্যুৎ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই ঘটনা বিদ্যুৎ বিভাগের রক্ষণাবেক্ষণে উদাসীনতা ও অব্যবস্থাপনার বিষয়টিকে পুনরায় সামনে এনেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।

  • Related Posts

    • Current
    • September 18, 2025
    • 4 views
    • 1 minute Read
    ২৬ নং দৰঙাজুলী পৰিষদীয় সমষ্টিত বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 

    Telegram

    TelegramTweet২৬ নং দৰঙাজুলী পৰিষদীয় সমষ্টিত বিজেপিৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই  আমি কোকৰাঝাৰত দিয়া টকা কত গৈছে বিটিআৰ ৰাইজে নাজানে। বিটিৰাত এন্দুৰ, নেগুনি থকাৰ বাবে বিটিআৰত উন্নয়ন…

    • Current
    • September 17, 2025
    • 13 views
    • 1 minute Read
    তামুলপুৰত ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতাৰ অধীনত ১৬৩ ধাৰা জাৰি

    Telegram

    TelegramTweetতামুলপুৰত ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতাৰ অধীনত ১৬৩ ধাৰা জাৰি   তামুলপুৰ, ১৭ ছেপ্টেম্বৰঃ   বিটিচি নিৰ্বাচন, ২০২৫ শৃংখলাৱদ্ধভাৱে সম্পন্ন হোৱাৰ বাবে তামুলপুৰ জিলাৰ জিলা দণ্ডাধীশ পংকজ চক্ৰৱৰ্তীয়ে ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *