বরাকজুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো ছট মহাপর্ব ২০২৪।

Telegram

বরাকজুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো ছট মহাপর্ব ২০২৪।

 

উদয়গামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে চারদিনের ছট মহাপর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় শুক্রবার ভোরে। এদিন শিলচরের বিভিন্ন নদী তীরবর্তী এলাকা ও জলাশয় গুলোতে সূর্য আরাধনায় বিলীন হলো শ্রদ্ধালুরা। আস্থার মহাপর্ব ছট পূজাকে ঘিরে এদিন ভোরে বরাক নদীর তীরে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। এদতঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর মানুষের উপস্থিতিতে শহর শিলচর যেন মহামিলনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ছট পূজাকে কেন্দ্র করে এদিন পুরুষ ও মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সের যুবক-যুবতী সহ কচিকাঁচারাও আনন্দে মাতোয়ারা হয়ে পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে সারিবদ্ধভাবে বরাক নদীর তীরে উপস্থিত হন।শহরের অন্নপূর্ণা ঘাট, ইটখোলা ঘাট,জানিগঞ্জ, শিববাড়ি,

মাসিমপুর, ঘুংঘুর, মেহেরপুর ও শিলকুড়ি সহ বিভিন্ন এলাকার জলাশয় ও নদী তীরবর্তী এলাকায় জমায়েত হয়ে ভক্তপ্রাণ জনগণ উদয়গামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। ঢাক-ঢোল সহ বিভিন্ন আতশবাজি ফাঁটিয়ে এক উৎসব মুখর পরিবেশে সন্তানের দীর্ঘায়ু কামনা ও পরিবারের সুখ-সমৃদ্ধির উন্নতিকল্পে এদিন অর্ঘ্য নিবেদনের মাধ্যমে উদয়গামী সূর্যের আশীর্বাদ কামনা করেছেন ভক্তরা। চারদিনের এই মহাপর্বকে ঘিরে নদী তীরবর্তী এলাকা সহ শহরের বিভিন্ন জলাশয়ে আলোকসজ্জা ও ছিল নজর কাড়ার মতো। সবমিলিয়ে শান্তি,সম্প্রিতী ও ঐক্যকে বজায় রেখে শুক্রবার আনন্দ উল্লাসের মাধ্যমে শুক্রবার উৎসবের সমাপ্তি ঘোষণা করেন বরাকের ভক্তপ্রাণ জনগণ।

  • Related Posts

    কচুবাৰীত শনি মন্দিৰ আধাৰশিলা স্থাপন। 

    Telegram

    TelegramTweetকচুবাৰীত শনি মন্দিৰ আধাৰশিলা স্থাপন।      তামুলপুৰঃ৩০ আগষ্টঃ     তামুলপুৰৰ কচুবাৰীত আজি এক মাংগলিক পৰিৱেশত এটি শনি মন্দিৰৰ আধাৰশিলা স্থাপন কৰা হয়।হেমচিং বড়োৰ পৰিয়ালবৰ্গই দান কৰা উক্ত ভূমিত…

    বিটিচি নিৰ্বাচনৰ নিৰ্বাচনী আচৰণ বিধি বলবত  ৫ বছৰৰ প্ৰমোদ বড়ো নেতৃত্বাধীন ইউপিপিএল চৰকাৰ বিফল।

    Telegram

    TelegramTweetবিটিচি নিৰ্বাচনৰ নিৰ্বাচনী আচৰণ বিধি বলবত  ৫ বছৰৰ প্ৰমোদ বড়ো নেতৃত্বাধীন ইউপিপিএল চৰকাৰ বিফল।   বিটিচিৰ তৃতীয় চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰিও ফলাফল ঘোষণা কৰিব নোৱাৰাৰ উপৰিও বিটিআৰ স্পেচিয়েল টেটৰ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *