BTR NEWS

ভোটদানে উৎসাহ দিতে ব্যতিক্রমী অনুষ্ঠান ধলাইয়ে*  ২০৮টি স্কাই ল্যান্টন-বেলুন উড়িয়ে ভোটারদের বার্তা দিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব ।

Telegram

 

ভোটদানে উৎসাহ দিতে ব্যতিক্রমী অনুষ্ঠান ধলাইয়ে*

২০৮টি স্কাই ল্যান্টন-বেলুন উড়িয়ে ভোটারদের বার্তা দিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব

 

শিলচর, ৮ নভেম্বর: ধলাই বিধানসভার আসন্ন উপনির্বাচনের ভোটদানে যাতে ভোটদাতারা ব্যাপকভাবে অংশ গ্রহন করেন, এই উদ্দেশ্যকে সামনে রেখে শুক্রবার এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করে কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনের নির্বাচনী সেলের ভোটার সচেতনতা বিভাগের সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (এসভিইইপি)-এর অধীনে অনুষ্ঠানটি এদিন ধলাইর বিএনএমপি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে ব্যপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। সংশ্লিষ্ট সেলের ব্যতিক্রমী অনুষ্ঠানে ধলাই বিধানসভার নির্বাচনী এলাকার আকাশ আলোকময় করে তুলে কৌতুহলের সৃষ্টি করা হয়। আকাশে উড়ানো হয় ২০৮টি স্কাই ল্যান্টন ও হাইড্রোজেন বেলুন। প্রসঙ্গত, ধলাই আসনে রয়েছে ২০৮টি ভোটকেন্দ্রে। আর এই সব ভোটকেন্দ্রের ভোটারদের বার্তা দিতে এই সংখ্যার আকাশ ল্যান্টন সহ বেলুন উৎক্ষেপণ করা হয়।

উল্লেখ্য , আগামী ১৩ নভেম্বর ধলাই বিধানসভার উপ-নির্বাচন। আর এই নির্বাচনে এলাকার প্রতিজন নাগরিক যাতে ভোটদানে অংশ নেন। তার জন্য উদ্দীপনা তৈরি করার লক্ষ্যে এদিনের গোটা অনুষ্টানের রচনা করা হয়। যোগ্য ভোটাররা যাতে আসন্ন এই নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তা স্মরণ করিয়ে সমাবেশে বক্তব্যও রাখেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব । তিনি তাঁর বক্তব্যের পরিসরে বলেন, সমাজ তথা জাতির ভাগ্য গঠনে প্রতিটি ভোটের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, প্রতিটি ভোটের ক্ষমতা রয়েছে আমাদের সমাজের ভবিষ্যতকে গঠন করার। আয়ুক্ত মৃদুল যাদব, উপস্থিত স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা একটি উচ্চ ভোটার উপস্থিতিসম্পন্ন নির্বাচন এবং গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতির একটি দৃষ্টান্ত স্থাপন করি যা ভবিষ্যত প্রজন্ম অনুপ্রাণিত হয়।তিনি এসভিইইপি-র এই উদ্যোগকে গণতন্ত্রের চেতনার এক সত্যনিষ্ঠ আয়োজন বলে উল্লেখ করে বলেন, নাগরিকদের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে । বাতাসে ভেসে যাওয়া প্রদীপগুলি স্থানীয় বাসিন্দাদের একতা এবং আকাঙ্ক্ষার একটি স্থায়ী চিত্র বলে বর্ণনা করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা কমিশনার ভ্যান লাল লিমপুইয়া নামপুই, সহকারী আয়ুক্ত তথা বরাক ভ্যালি জোনের তথ্য ও জনসংযোগের উপ সঞ্চালক, বহ্নিকা চেতিয়া, নির্বাচন আধিকারিক মাসি টপনো সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান আয়োজনে সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে বলে উপস্থিত কর্মকর্তারা মনেকরেন। এহেন আয়োজন, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি নতুন করে অঙ্গীকারের অনুভূতির সৃষ্টি করবে বলেও আশাবাদী।

Exit mobile version