গতকাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালী ভিউ -এর উদ্যোগে আল নুর নেশোনেল স্কুল, করিমগঞ্জে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

Telegram

গতকাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালী ভিউ -এর উদ্যোগে আল নুর নেশোনেল স্কুল, করিমগঞ্জে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে উক্ত বিদ্যালয়ে মোট ২০৩ জন ছাত্র -ছাত্রী ও শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডঃ জামাল আহমেদ চৌধুরী, সাথেই মধ্যে ঔষধও বিতরণ করা হয়। ভারত – বাংলাদেশ সিমান্তে অবস্থিত এই বিদ্যালয়ে পৌঁছে ক্লাব ভ্যালী ভিউ সমাজের প্রতি দায়িত্ব পালনে আরও এক ধাপ এগিয়ে গেছে। শিবিরের শুরুতেই স্কুল কর্তৃপক্ষ দ্বারা এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব ভ্যালী ভিউ ও ইয়াসির প্রত্যেক কর্মকর্তা দের এবং ডঃ জামাল আহমেদ চৌধুরীকে উত্তরীয় দিয়ে সম্মানিত করেন প্রধান অধ্যক্ষ কৌশল আহমেদ চৌধুরী, যিনি এই প্রত্যন্ত অঞ্চলে নেওয়া ক্লাব ভ্যালী ভিউ -এর এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানান। লায়ন্স ডিস্ট্রিক্ট 322G র যোন চেয়ারপারসন সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষকে জানানো যে আগামীদিনে উনারা এতদঞ্চলে হৃদরোগ সম্বন্ধীয় কাজ করতে ইচ্ছুক। ক্লাব ভ্যালী ভিউ -এর পক্ষে ডঃ জামাল আহমেদ চৌধুরী কে উত্তরীয় দিয়ে বরণ করেন ক্লাবের এডমিনিস্ট্রেটর সায়েদ আহমেদ বড় ভূঁইয়া। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়ম চৌধুরী, রুকসানা খান, মুক্তি শর্মা,ইন্জামুল হুসেন বড় ভূঁইয়া, সাজন লস্কর,আকমল আহমেদ,অভিস্মিতা পাল,আহাদ হুসেন বড় ভূঁইয়া প্রমুখ।

  • Related Posts

    তামুলপুৰ জিলা গোৰ্খা ছাত্র সন্থাৰ সাধাৰণ সভা সম্পন্ন, নতুন আঞ্চলিক সমিতি গঠন

    Telegram

    TelegramTweetতামুলপুৰ জিলা গোৰ্খা ছাত্র সন্থাৰ সাধাৰণ সভা সম্পন্ন, নতুন আঞ্চলিক সমিতি গঠন   তামুলপুৰ, ১০ এপ্ৰিলঃ তামুলপুৰৰ গেৰুৱাত আজি সদৌ অসম গোৰ্খা ছাত্র সন্থা তামুলপুৰ জিলা সমিতিৰ উদ্যোগত এখনি সাধাৰণ…

    বিটিচিৰ গোৰেশ্বৰত ছাত্ৰ-ছাত্ৰীক ইউনিফৰ্ম দিয়াৰ নামত দুৰ্নীতিৰ অভিযোগ নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ (ABSU)

    Telegram

    TelegramTweetবিটিচিৰ গোৰেশ্বৰত ছাত্ৰ-ছাত্ৰীক ইউনিফৰ্ম দিয়াৰ নামত দুৰ্নীতিৰ অভিযোগ নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ (ABSU)   📍গোৰেশ্বৰ, BTR: বটলেণ্ড টেৰিট’ৰিয়েল কাউনচিল (BTC) অধীন গোৰেশ্বৰ অঞ্চলত ছাত্ৰ-ছাত্ৰীক ইউনিফৰ্ম বিতৰণ প্ৰকল্পত ব্যাপক দুৰ্নীতিৰ অভিযোগ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *