উপ নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলতে সোমবার ধলাই এলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা।

Telegram

উপ নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুলতে সোমবার ধলাই এলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা।

শিলচৰ: ৪ নবেম্বৰ।

সঙ্গে ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সহ অন্যান্য নেতা ও বিধায়করা। প্রার্থী ধ্রুবজোতি পুরকায়স্থের সমর্থনে দর্মি খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় নেতারা বল রাখেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এআইসিসি’র সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং বলেন, ধলাইর কংগ্রেস প্রার্থী স্থানীয়। তাই স্থানীয় জনগণের সমস্যা তিনি ভালো বুঝবেন। আর বাইরের প্রার্থী ভোট নিয়ে চলে যাবেন। তাই কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন জিতেন্দ্র সিং। তিনি আরও বলেন, মানুষের উৎসাহ ও কর্মীদের মনোবল দেখে বলা যায় এবার উপ নির্বাচনে ধলাইয়ে কংগ্রেসের জয় নিশ্চিত। শুধু তাই নয়, ২০২৬ এর বিধানসভা নির্বাচনেও অসমে কংগ্রেস আশানুরূপ ফলাফল করবে এবং সরকার গঠন করবে, বলেন এআইসিসি’র সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইসিসি’র সম্পাদক পৃথ্বীরাজ শাঠে, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, প্রার্থী ধ্রুবজোতি পুরকায়স্থ, দুই বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও মিসবাহুল ইসলাম লস্কর,দেবদীপ দত্ত, সজল আচার্য সহ অনেকে।

  • Related Posts

    বডোলেণ্ড টেৰিটৰিয়েল কাউন্সিল (BTC)ত থকা ১৬টাকৈ জাতীয় সংগঠনে আজি ইউনাইটেড পিপল’স পাৰ্টি লিবাৰেল (UPPL)ৰ নেতৃত্বৰ সৈতে বৈঠকত মিলিত হয়

    Telegram

    TelegramTweetবডোলেণ্ড টেৰিটৰিয়েল কাউন্সিল (BTC)ত থকা ১৬টাকৈ জাতীয় সংগঠনে আজি ইউনাইটেড পিপল’স পাৰ্টি লিবাৰেল (UPPL)ৰ নেতৃত্বৰ সৈতে বৈঠকত মিলিত হয়। বৈঠকৰ মুখ্য বিষয় আছিল—বডোলেণ্ড পিপল’স ফ্ৰণ্ট (BPF)ৰ সৈতে সম্ভাব্য একত্ৰীকৰণ সম্পৰ্কে…

    উচ্ছেদ প্ৰশ্নক লৈ মুখ্যমন্ত্ৰী ড° হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসম জাতীয় পৰিষদ (আনচিপি) ৰ সভাপতি লুৰীণজ্যোতি গগৈৰ মাজত বাকযুদ্ধ দিনক দিনেই তীব্ৰ ৰূপ

    Telegram

    TelegramTweetউচ্ছেদ প্ৰশ্নক লৈ মুখ্যমন্ত্ৰী ড° হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসম জাতীয় পৰিষদ (আনচিপি) ৰ সভাপতি লুৰীণজ্যোতি গগৈৰ মাজত বাকযুদ্ধ দিনক দিনেই তীব্ৰ ৰূপ লৈছে। দুয়ো পক্ষৰ নেতাই প্ৰতিদিনে একে-অন্যক লক্ষ্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *