আগামী ২৪ নভেম্বর প্রাগ নিউজের ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর অডিশন শিলচর।
অসমের জনপ্রিয় চ্যানেল প্রাগ নিউজের অয়োজিত ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর এক অডিশন আগামী ২৪ নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে । শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল নয়টা থেকে অডিশন শুরু হবে। এই রিয়েলিটি শোতে প্রতিযোগির বয়স ১৩ বছর থেকে ২৫ বছর হতে। রিয়েলিটি শোতে এন্টি আটটা থেকে শুরু হবে । প্রতিযোগির বয়সের প্রমাণ পত্র থাকতে হবে। বরাক উপত্যকার তিন জেলা কাছাড় ,করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ত্রিপুরার প্রতিযোগিরা রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করতে পারবেন । মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রাগ নিউজ ব্যুরো চীফ বরাক ভ্যালি অভিজিৎ ভট্টাচার্য, সুর বাহার সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী,কোৰ্ডিনেটৰ ভাস্কৰ দাস , সঙ্গীত শিক্ষিকা যথাক্রমে অপু সূত্ৰধৰ , শৰ্মিষ্ঠা চাকি,জিমলি নাথ ও অসম সাহিত্য সভার শিলচর শাখার সম্পাদক কুসুম কলিতা। তাঁরা জানান , গোলাঘাট,যোরহাট. শিবসাগর, দুলিয়াজান, ডিব্রুগড়, লখিমপুর
,নগাঁও,তেজপুর, মঙ্গলদৈ, বরপেটা
ধুবুরি,গুয়াহাটি ইত্যাদি স্থানে ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর মেগা অডিশন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শিলচর, কলকাতা ও বাংলাদেশে ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর অডিশন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিকে যেকোনও ভাষায় ডাঃ ভূপেন হাজারিকার সাথে সম্পর্কিত যেকোনও গান গাইতে হবে । শুধুমাত্র স্থায়ী অন্তরা বাদ্যযন্ত্র ছাড়া গান গাইতে হবে। শেষে গুয়াহাটিতে সকল অডিশন থেকে নির্বাচিত প্রতিযোগির মেগা অডিশন অনুষ্ঠিত হবে।