আগামী ২৪ নভেম্বর প্রাগ নিউজের ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর অডিশন শিলচরে ।

  • Current
  • November 12, 2024
  • 0 Comments
Telegram

আগামী ২৪ নভেম্বর প্রাগ নিউজের ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর অডিশন শিলচর।

 

 

অসমের জনপ্রিয় চ্যানেল প্রাগ নিউজের অয়োজিত ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর এক অডিশন আগামী ২৪ নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হবে । শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল নয়টা থেকে অডিশন শুরু হবে। এই রিয়েলিটি শোতে প্রতিযোগির বয়স ১৩ বছর থেকে ২৫ বছর হতে। রিয়েলিটি শোতে এন্টি আটটা থেকে শুরু হবে । প্রতিযোগির বয়সের প্রমাণ পত্র থাকতে হবে। বরাক উপত্যকার তিন জেলা কাছাড় ,করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ত্রিপুরার প্রতিযোগিরা রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করতে পারবেন । মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রাগ নিউজ ব্যুরো চীফ বরাক ভ্যালি অভিজিৎ ভট্টাচার্য, সুর বাহার সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি অমরেন্দ্র চক্রবর্তী,কোৰ্ডিনেটৰ ভাস্কৰ দাস , সঙ্গীত শিক্ষিকা যথাক্রমে অপু সূত্ৰধৰ , শৰ্মিষ্ঠা চাকি,জিমলি নাথ ও অসম সাহিত্য সভার শিলচর শাখার সম্পাদক কুসুম কলিতা। তাঁরা জানান , গোলাঘাট,যোরহাট. শিবসাগর, দুলিয়াজান, ডিব্রুগড়, লখিমপুর

,নগাঁও,তেজপুর, মঙ্গলদৈ, বরপেটা

ধুবুরি,গুয়াহাটি ইত্যাদি স্থানে ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর মেগা অডিশন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শিলচর, কলকাতা ও বাংলাদেশে ‘আমার ভূপেনদা সিজন -৮’ এর অডিশন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিকে যেকোনও ভাষায় ডাঃ ভূপেন হাজারিকার সাথে সম্পর্কিত যেকোনও গান গাইতে হবে । শুধুমাত্র স্থায়ী অন্তরা বাদ্যযন্ত্র ছাড়া গান গাইতে হবে। শেষে গুয়াহাটিতে সকল অডিশন থেকে নির্বাচিত প্রতিযোগির মেগা অডিশন অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    • Current
    • September 11, 2025
    • 2 views
    • 1 minute Read
    তামুলপুৰত ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পুত্তলিকা দাহ আক্ৰাছুৰঃ

    Telegram

    TelegramTweetতামুলপুৰত ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পুত্তলিকা দাহ আক্ৰাছুৰঃ     তামুলপুৰ,১১ ছেপ্টেম্বৰঃ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক জনজাতি কৰণ আৰু পৃথক কমতাপুৰ ৰাজ্য গঠনৰ দাবীত কালি নিশা ধুবুৰী জিলাৰ গোলোকগঞ্জত আক্ৰাছুৰ উদ্যোগত…

    • Current
    • September 11, 2025
    • 2 views
    • 1 minute Read
    তামুলপুৰত অৱসৰি গাঁও প্ৰধানক বিদায় সম্বৰ্ধনা

    Telegram

    TelegramTweetতামুলপুৰত অৱসৰি গাঁও প্ৰধানক বিদায় সম্বৰ্ধনা   তামুলপুৰ,১২ ছেপ্তেম্বৰ-   তামুলপুৰ ৰাজহ চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ৰ অধীনষ্ঠ তিনি গৰাকী অৱসৰী গাঁও প্ৰধানক কালি আনুস্থানিক ভাৱে বিদায়় সম্বৰ্ধনা জনোৱা হয় ৷ তামুলপুৰ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *